রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকবৃন্দরাবৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর সুগন্ধা এলাকায় এমপির বাস ভবনে গিয়ে সাক্ষাৎ-এ মিলিত হন।এ সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নুরুল আমিন,মোঃ আলী,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব আলী,বিদ্যালয়ের অফিস সহকারি পলাশ দাশসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিম জানান, মাননীয় এমপি আবদুল মোতালেব সিআইপি সাহেব দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। শিক্ষকদের প্রতি অনেক বেশী আন্তরিক।আমার বাবার সাথে ওনি শিক্ষকতা করেছেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের কার্যক্রম সম্পর্কে আমরা অবহিত করেছি। শীঘ্রই বিদ্যালয় পরিদর্শনে আসার সম্মতি জ্ঞাপন করেছেন।বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নবনির্বাচিত এমপি মহোদয়কে অবহিত করেছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মকভাবে সহযোগীতা প্রদানের জন্য আমাদেরকে আশ্বস্থ করেছেন।উল্লেখ্য, আবদুল মোতালেব এমপি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষক ছিলেন।