রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন। এটি দক্ষিণ চট্টগ্রাম বাসীর জন্য স্বপ্নের ছিল। এ রেললাইন দিয়ে চলছে প্রতিদিন ট্রেন। এ রেললাইনে লোহাগাড়ার আধুনগরের অংশে রয়েছে চেক স্টেশন।৯ জানুয়ারি বিকেলে রেললাইন পরিদর্শন করতে আসেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।এ সময় আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান,রেললাইনের সৌন্দর্য রক্ষা করতে হবে। ট্রেন চলাকালে রেললাইনের কাছাকাছি এসে সেলফি কিংবা ছবি তোলা থেকে বিরক্ত থাকতে হবে। রেললাইনে কোন নট,বল্টু,অন্যান্য সরঞ্জামাদিতে হাত দেওয়া কিংবা চুরি করা যাবেনা। এ ধরণের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।