শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত : ৪:২৭ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোঃ পাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে পাকা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিমের আদালতে হারুনুর রশিদের স্ত্রী কামরুন নাহার বাদী হয়ে ওই এলাকার হেলাল উদ্দিনকে বিবাদী করে ১৪৫ ফৌজধারী কার্যবিধি অনুযায়ী একটি মিচ মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১১০/২৪।

১৫ মার্চ বেলা ৩টার দিকে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে নোটিশ জারি করেন লোহাগাড়া থানার এসআই মাসুদ আলম। নোটিশ প্রদানের মাধ্যমে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু প্রতিপক্ষরা রাতের অাঁধারে বসতঘরে পাকা ওয়াল,নির্মাণের কাজ শুরু করলে বাদী প্রদান করেন।

ভুক্তভোগি কামরুন নাহার জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষদের সাথে আমাদের বিরোধ চলছিল। আমরা আদালতে মামলা করেছি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা কাজ করলে আমরা বাঁধা প্রদান করি।

অভিযুক্ত হেলালের স্ত্রী নুর আয়শা জানান,আমার স্বামীর জায়গায় আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিছুদিন পুর্বে আমাদের বসতঘরে টিন কেটে ফেলে আমাদের উপর হামলা করেছিল। আমরা বিষয়ে মামলা করেছি। আর আমাদের জায়গায় আমরা পাকা ঘরের কাজ করছি বলেও তিনি,জানান।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, আদালতের একটি ফৌজধারী অভিযোগ পেলে ঘটনাস্থলে এসআই মাসুদ আলমকে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন