রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:০৮ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম- ১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে দেশে জঙ্গীবাদের উত্থার হবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। উন্নয়নের ধারা ব্যাহত হবে। আওয়ামী লীগ সরকার পুণরায় ক্ষমতায় গেলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের সব জায়গায় উন্নয়ন কাজ করেছে। লোহাগাড়া-সাতকানিয়াতেও প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। সারাবিশ্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম প্রশংসা পাচ্ছে। তিনি কর্ণফুলী টানেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিধবাভাতা, বয়স্ক ভাতা ও পঙ্গুভাতাসহ নানা প্রকার ভাতা প্রচলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পক্ষান্তরে বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাতের মতো জঘন্য কাজ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার (১৫ ডিসেম্বর) শনিবার বিকেল সাড়ে ৫টা উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে নৌকার সমর্থনে লোহাগাড়া নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুনতি সরকারি মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ ইসমাইল মানিক’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, লোহাগাড়া নাগরিক কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শিল্পপতি শফিক উদ্দিন, এডভোকেট হুমায়ুন কবির রাসেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসিফ ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রেহেনা আক্তার, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব মিয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, এস এম মঞ্জুরুল হক চৌধুরী,প্রবীণ ব্যবসায়ী আবুল বশর সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন প্রমুখ। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন। বিশিষ্ট শিক্ষক প্রদীপ কুমার দাশ ও সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোনাফ, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিক,উপজেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ, উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট,এসএম আবদুল জব্বার,নুরুল আলম জিকু, কেন্দ্রীয় যুবলীগ নেতা কায়কোবাদ ওসমানী,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ববিতা বড়ুয়া,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মামুন অর রশিদ চৌধুরী,সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান নেজাম উদ্দিনসহ বিশিষ্ট পেশাজীবী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্নস্তরের সুধীবৃন্দ।
সভায় মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন, যে কোন ষড়যন্ত্র ও অপপ্রচারে কান না দিয়ে নৌকার পক্ষে প্রচার-প্রচারণার জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে এ নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকা, উত্তর কলাউজানের আব্দুর রহমান মেম্বারের বাড়ী ঘাটা, হিন্দু হাট, বাংলা বাজার, বলী পাড়া, গাবতলী, কানুরাম বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।