বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

৬ ইউপি নির্বাচনঃ পদুয়ার এক চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল

প্রকাশিত : ৪:১১ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৭ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার ( ২৯ নভেম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান খান দেশবাংলাকে  এই তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, পদুয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন। পদুয়া ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের তসলিমা আক্তার, চুনতি ২নং হাবিবুর রহমান, কলাউজান ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. এরশাদুল হক, চরম্বা ৫নং ওয়ার্ড মো. ছৈয়দ হোসেন, বড়হাতিয়া ৮নং ওয়ার্ডে আব্দুল আউয়াল ও সংরক্ষিত আসন (মহিলা) আরফা আফজাল আল আরফাত।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রুমান খান জানান, উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ৬ জন, স্বতন্ত্র প্রার্থী ১৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

সাধারণ সদস্য পদে – ২৩৪ জন, সংরক্ষিত সদস্য পদে – ৬৫ জন মনোনয়ন ফরম জমা দেন। আজ যাচাই-বাছাই শেষে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

আগামীকাল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন । আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।

আরো পড়ুন