রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:২৩ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামালের বরাদ্দ হইতে লোহাগাড়া উপজেলার ৯ইউপির অসহায় পরিবার, প্রতিবন্দী ও এতিম শিশুদের মাঝে সকল চেয়ারম্যানদের মাধ্যমে কম্বল সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা মুলক জেলা পরিষদের মাস্ক বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারী সকালে পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ শতাধিক মানুষের মাঝে এসব কম্বল সামগ্রী ও মাস্ক বিতরণ করেন জেলা পরিষদ সদস্য,সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল।
এসময় লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচসহ বিভিন্ন ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল জানান,কনকন শীতে কষ্ঠ পাচ্ছে এলাকার কর্মহীন, অসহায় ও হত দরিদ্র পরিবারের সদস্যরা। তাদের এমন অবস্হা চিন্তা করে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুস সালাম মহোদয়ের পক্ষ থেকে এলাকার ৪ শতাধিক অসহায় পরিবার ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি।জনসচেতনতামুলক মাস্ক বিতরণ করেছি। জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে এবং এলাকার বিভিন্ন ধরণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।