শনিবার, ২৭ জুলাই ২০২৪

৪৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারী লোহাগাড়ার শ্রীঘরে

প্রকাশিত : ১০:০৯ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হল গাইবান্ধা উত্তরা ঘাঘোয়া এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র উজ্জল মিয়া(৩৪) এবং ঢাকা যাত্রাবাড়ি এলাকার মনিরুল ইসলামের পুত্র নেছার আহমদ(৩১)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উজ্জল মিয়ার কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করে।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৪৫ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ২৮ সেপ্টেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন