রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

৩ মাদক কারবারী লোহাগাড়ায় আটক,  ৭হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত : ৮:৪১ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হল কুমিল্লা বরোড়া এলাকার আবদুল মতিনের পুত্র আবদুল কাদের প্রকাশ জিলানী(৩৪), বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র সালামুল্লাহ(২০) এবং কক্সবাজার জেলার উখিয়া রত্নাপালং এলাকার মৃত সৈয়দ হোসেনের পুত্র সিরাজ হোসেন(২৩)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ১১টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৭হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারীকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন