বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:০০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ৫২তম আসর আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে।
এ উপলক্ষে (১২ আগস্ট) শুক্রবার সকাল ১০টায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সীরত ময়দান সংলগ্ন হল রুমে মাহফিলের উপ-কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মতোওয়াল্লী কমিটির সভাপতি হযরত শাহ ছাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা শাহ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির, সীরতুন্নবী (সঃ) মাহফিলের সার্বিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইসমাইল মানিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের প্রধান উপস্থাপক ও চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। মাহফিলের উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটি কার্যক্রমের প্রধান শাহাজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
শাহ সাহেব কেবলার দৌহিত্র ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার ও শেখ সোলতান মুহাম্মদ রাফি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু , আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ,মতোওয়াল্লী কমিটির সদস্য মাহবুবুল হক,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান,নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন মুহাম্মদ তারেক,কাজী আরিফুল ইসলাম,শাহজাদা আবরারুল হক মুকুট,চুনতি মাদ্রাসার তোলবায়ে সাবিকিন সাধারণ সম্পাদক মাওলানা অলি উদ্দিন মুহাম্মদ,মুহাম্মদ নাঈম,মুহাম্মদ সাদুর রহমান,রবিউল হাসান আসিক,সায়দুল হাসান মাসুক,হাফিজুর রহমান সিদ্দিকী আকিদ,এবাদুর রহমান,কফিল উদ্দিন,এডভোকেট মিনহাজুল আবরার,নজরুল হুদা,আব্দুল মান্নান,মুহিতুল হক ইফতি প্রমুখ
হাফেজ আব্দুল হান্নান,হাফেজ সাইফুল ইসলাম,এছাড়াও রিয়াজুদ্দিন বাজার উপ-কমিটির পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ ইব্রাহীম, টেকনাফ শাখার পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুচ্ছাফা, লোহাগাড়া বণিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক সাত্তার সিকদার, পদুয়া ইউনিয়ন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন ২নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, বড়হাতিয়ার মাস্টার নাছির আহমদ, চুনতি ৮নং ওয়ার্ডের তৈয়ব উল্লাহ , ডা খালেদ দেওয়ানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত উপ-কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর ছাদেক ইকবাল। পরে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।