বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
খোরশেদ আলম শিমুল
হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর এলাকার ফকিরহাট আব্দুল মজিদ সংযোগ কালা মিয়া সওদাগর বাড়ির সড়ক সরজমিনে পরিদর্শ করেছেন হাটহাজারী পৌর প্রশাসক রুহুল আমিন।শুক্রবার(২২ মার্চ)তিনি সড়কটি ঘুরে দেখেন এবং আগামী রবিবার থেকে কাজ শুরু করা ও পরের দিন সোমবার সড়কের পরিমাপের সিদ্ধান্ত নিয়েছেন। এসময় তিনি এলাকাবাসীদের মুখোমুখী হলে সড়কের উন্নয়ন নিয়ে বর্তমান সরকারের উদ্যোগ ও আন্তরিকতার অভাব নেই জানিয়েছেন। তিনি বলেন, আমাদের আন্তরিকতার অভাবে উন্নয়ন কাজ গুলো পথে আটকে যাচ্ছে। ১০ দিনের উন্নয়ন কাজ গুলো ১০ মাসেও শুরু হচ্ছে না একটু সমস্যা হলেও অযুহাত দেখিয়ে আটকে যাচ্ছে উন্নয়ন কাজ। অথচ এই সড়কের জন্য কয়েক মাস আগে বরাদ্ধ দেওয়া হয়েছে কিন্ত কয়েক মাস অতিবাহিত হলেও সেই সড়কটির সম্প্রসারণ কাজ শুরু হয়নি। এক দিকে কাজ শুরু ও অন্য দিকে পরিমাপ করে দ্রুত সম্প্রসারণ কাজটি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।সড়কটি পরিদর্শন কালে পৌর প্রশাসককে এলাকাবাসী সাধুবাদ জানান ।