বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

হযরত মুহাম্মদ (সা.)বিশ্বমানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমতস্বরূপ প্রেরিতঃকেন্দ্রীয় আ`লীগ নেতা আমিন

প্রকাশিত : ১:০৩ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম আমিন বলেছেন,
হযরত মুহাম্মদ (সা.)বিশ্বমানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমতস্বরূপ প্রেরিত।
তিনি ধনী-দরিদ্র সাদা-কালো সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তিনি দার্শনিকই ছিলেন শুধু তাই নয়; বরং তিনি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে প্রেরিত হয়েছেন তা নিজেই এর বাস্তব নমুনা হিসেবে মানবজাতির জন্য পেশ করেছেন।

তিনি আরো বলেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অঞ্জাম দিয়েছিলেন অত্যন্ত সুচারু রূপে। রাসূল (সা.) পৃথিবীর সবচেয়ে বর্বর একটি জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণিত করে পৃথিবীতে অনাগতের জন্যও এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন রেখে গেছেন।
রাসূল (সা.) বিশ্বজাহানে শান্তি প্রতিষ্ঠার এক অনন্য নজির স্থাপন করেন, সর্বক্ষেত্রে তিনি সফল ব্যক্তিত্ব।বিশ্বমানবতাকে শান্তির সুশীতল চায়া তলে আচ্ছাদিত করতে নবী মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুস্বরণের কোনো বিকল্প নেই।
২৫নভেম্বর বাদে মাগরিব ১৯ দিন ব্যাপী ৪৯তম সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৬দিবসে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা অহিদ আহমেদ।

আরো পড়ুন