বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

স্বপ্ন বাস্তবায়নের পথে মিরান হোসেন মিজানের, প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মায়ের নামে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ৫:৫০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

মিরান হোসেন মিজান।একজন সফল সমাজসেবক। তার বাড়ী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছেন বড়হাতিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মশাল সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠান করার। অবশেষে তার মা হাজেরা খাঁতুনের নামে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন একটি প্রাথমিক বিদ্যালয়। তার মা তাকে ওয়াদা করেছিলেন এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য। তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে। তিনি বিদ্যালয়ের নাম দিয়েছেন দক্ষিণ চাকফিরানী হাজেরা খাঁতুন প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যে সব কাগজপত্র ঠিক-ঠাক করে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার বড়হাতিয়া দক্ষিণ চাকফিরানী এলাকা পাহাড়ি জনপথ ও অবহেলিত এলাকা। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দূর-দূরান্ত গিয়ে কোমলমতি শিশুদের কস্ট লাগব হবে। অনেক শিক্ষার্থীরা ওই এলাকা হতে দূরে স্কুলে গিয়ে অতি কস্টে পড়ালেখা করছে। শিক্ষার মশাল ছড়িয়ে-ছিটিয়ে দিতে মিরান হোসেন মিজান এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন।

মিরান হোসেন মিজান বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বড়হাতিয়ার কৃতি সন্তান, মিরান হোসেন মিজান জানান, আমি ছোটকাল থেকে,স্বপ্ন দেখে আসছি একদিন বড় হয়ে আমাদের এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান করবো। শিক্ষার মশাল ছড়িয়ে দিবো। এলাকার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য আমার মায়ের নামে দক্ষিণ চাকফিরানী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আমার মা আমাকে জীবনে শুধু মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে সব সময় বলেন। মায়ের দোয়া ও বড়হাতিয়ার মানুষের অকুতোভয় ভালবাসায় আমার পথচলা। সকলের কাছে দোয়া কামনা করছি।

আরো পড়ুন