বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:৩২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া ওয়াডবারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে ২ শিফটে ক্লাস করানো হয়। শিক্ষার্থীর সংখ্যা ৬১৯। শিক্ষকের সংখ্যা ১২জন । এ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষার মান থমকে যাচ্ছে। স্কুলের কয়েকজন শিক্ষকরা ক্লাস ফাঁকি দিচ্ছেন। এসব শিক্ষকদের ফাঁকি দিতে সুযোগ করে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিলা বেগম।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে ৯ মার্চ সকালে বিদ্যালয় পরিদর্শন করতে যান লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন।
তিনি শিক্ষকদের সাথে কথা বলেন। পরিদর্শন কালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের অনিয়ম পান তিনি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসী ও পরিচালনা কমিটি বিগত কিছুদিন ধরে আমাকে অবহিত করলে আজকে বিদ্যালয় পরিদর্শন করেছি। পরিচালনা কমিটি ও শিক্ষার্থীর অভিভাবকদের দাবী, দুই শিফট কে বাদ দিয়ে এক শিফট করে ক্লাস করানোর জন্য। আমি কিছু অনিয়ম পেয়েছি, স্কুলের প্রধান শিক্ষক জমিলা বেগমকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, বিষয়টি আমি অবগত রয়েছি। বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার তদন্ত করছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিলা বেগম জানান, আমি অসুস্থ ছিলাম,আজকে বিদ্যালয়ে আসতে পারিনি। আমি সকলে এটিও স্যারকে কল দিয়েছিলাম। তিনি উক্ত প্রতিবেদকের কাছে নিজের ভূল স্বীকার করেন।