বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সৌহার্দপূর্ণ মতবিনিময়

প্রকাশিত : ৯:০১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-১ , সাবেক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনূর রহমানের সাথে লোহাগাড়ায় এক সৌহাদ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মুহাম্মদ আনোয়ার কামালসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ফিজনূর রহমান লোহাগাড়ার বিভিন্ন এলাকার উন্নয়ন বিষয়ক খোঁজ খবর নেন। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ও গৃহহীন পরিবারদের নতুন বাড়ীগুলো সুন্দর ভাবে নির্মাণ হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

যেকোন সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনকে সবসময় সহযোগীতা প্রদানের আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ মুহাম্মদ ফিজনূর রহমান।

তিনি সকালে উপজেলা পরিষদে আগমন করলে ফুলের শুভেচ্ছা জানান।

আরো পড়ুন