রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের তিন কৃতি শিক্ষার্থী পেলো প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপ

প্রকাশিত : ১:৪৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অামিরাবাদ ইউনিয়নের সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল সম্পন্ন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বুয়েট প্রাক্তন প্রফেসর ড.দিপক কান্তি দাশ কর্তৃক প্রতিষ্ঠিত ২০২১সালের তিন কৃতি শিক্ষার্থীকে প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কুলার শিপ প্রদান করা হয়।

তিন মেধাবী শিক্ষার্থীকে সনদ, মেধাবৃত্তি ও কৃতিত্ব স্বারক প্রদান করা হয়।

১২ জুন সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল হান্নান মুুহাম্মদ ফারুক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুুহাম্মদ আলী জিন্নাহ`র সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার অনুপ কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ সাইদুল আলম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য,সুখছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সফল সভাপতি, বিশিষ্ঠ সংগঠক ও দানশীল ব্যক্তিত্ব, জনপ্রিয় চিকিৎসক ডাঃ রিটন দাশ, মুুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ জসিম উদ্দিন, কলিম উল্যাহ, কো-অপ্ট সদস্য মুহাম্মদ এনামুল হক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অনিকা দাশ, প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশিপের আহবায়ক, আমিরাবাদ ইউপির সাবেক সফল মেম্বার মৃণাল কান্তি দাশ,সুখছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস দিলরোবা বেগম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুন্সী মোজাহের,, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কার্তিক দাশ, দেবাশীষ আচার্য্য, মাস্টার আবদুর রশিদ, মাস্টার মুহাম্মদ রফিক, মাস্টার মুহাম্মদ কাদের, মাস্টার আকতার বাঙ্গালী, লোহাগাড়া প্রেস ক্লাব অর্থ সম্পাদক খোকন সুশীল,দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন