মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:২০ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের দ্রুত আইনি সেবা দিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে চালু হয়েছে ‘মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্নার’।সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের দ্বিতীয় তলায় সোমবার এ বিশেষ কর্নার চালু করা হয়েছে।চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পিআর অ্যান্ড আইসিটি) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে জানান, বিভিন্ন আইনগত সহযোগিতা পাওয়ার জন্য প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য দামপাড়াস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে আসেন। সেখানে আগে থেকেই অভ্যর্থনা কক্ষের ব্যবস্থা আছে। এর পাশাপাশি বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং বয়স্ক দর্শনার্থীদের শারীরিক অবস্থা বিবেচনা করে সিএমপি সদর দপ্তরের দ্বিতীয় তলায় একটি শীততাপ নিয়ন্ত্রিত ‘মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্নার’ চালু করা হয়েছে।মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্নারে মুক্তিযোদ্ধা ও বয়স্ক দর্শনার্থীরা এসে পরিচয় দিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ চাইলে দ্রুত সময়ের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনগণ অগ্রাধিকার পাবেন বলে জানান উপ-কমিশনার আবু বকর সিদ্দিক| সূত্র- রাইজিং বিডি