বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৩২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত ক্যাপিটেশন গ্রান্টভুক্ত বেসরকারি এতিমখানা, স্বেচ্ছাসেবী সংস্থা, বেদে ও অনগ্রসর শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এক চেক বিতরণ অনুষ্ঠান গত ১০ নভেম্বর রবিবর সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজোয়ান উদ্দীন এর সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাছাস চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠান প্রায় ৪৭ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সকল এতিমখানা ভালভাবে তদারকি করার জন্য নির্দেশনা দেন এবং আগামিতে এসব অনুদানের পরিমাণ বাড়বে বলে জানান। বর্তমান সরকারের আমলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠি সামাজিক নিরাপত্তার আওতায় আসছে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন বনে সমাজসেবা কার্যায়ের যাবতীয় কার্যক্রম আরো বেশি করে প্রচার করার অনুরোধ জনান। সভাপতি তার বক্তব্যে বলেন ২০১৯-২০ অর্থবছর হতে প্রত্যেক এতিম নিবাসীর ক্যাপিটেশন গ্রান্ট মাসিক ২ হজার টাকায় উন্নীত করা হয়েছে। ক্যাপিটেশন গ্রান্ট প্রপ্ত বেসকারি এতিমখানা সুষ্ঠুভবে পরিচালনার সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন।