মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:৫১ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
রায়হন সিকদারঃ
সাতকানিয়া- লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
১৪ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন স্পটে সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (king Salman humanitarian aid & relief centre) সংক্ষেপে “কিং সালমান সেন্টার” এর অর্থায়নে ও লোকাল পার্টনার দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশানের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্সা ইউনিয়নের চেয়ারম্যান আ. ন. ম. সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, সাংসদ ড.নদভীর একান্ত সচিব, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুর করিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা গণি সম্রাট, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুর হক চৌধুরী,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী ,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক মিয়া মুুহাম্মদ শাহজাহান, অনুষ্ঠানের সমন্বয়কারী লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ফাহিম ও ফান্ডেশনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ,