বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:১০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী ও মেডিকেল অফিসার ডা: রায়হান ছিদ্দিকী।
সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রিজোয়ান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষভাগে উপজেলার অসহায় ৩৩ জন দুরারোগ্য রোগীর মধ্যে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন সাতকানিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়।
ছবির ক্যাপশান- সাতকানিয়ায় সাতকানিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র রোগীদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।