শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ: সভাপতি নুরুল আবছার চৌধুরী, সদস্য হলেন কামাল উদ্দীন

প্রকাশিত : ৬:৪২ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির পরবর্তী মেয়াদে সভাপতি মনোনীত হয়েছেন। গভর্নিং বডির অন্য সদস্যরা হচ্ছেন কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল (সচিব), অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ (বিদ্যোৎসাহী সদস্য), মোহাম্মদ আব্দুল মান্নান (দাতা সদস্য)।
গভর্নিং বডির (হিতৈষী সদস্য) মনোনীত হয়েছেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের লকডাউন পরিস্থিতিতে ব্যাক্তিগত তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আলোড়ন সৃষ্টি করা ছাত্রনেতা সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন ।
এছাড়াও অভিভাবক প্রতিনিধিরা হচ্ছেন মুহাম্মদ ইসমাইল, রূপ কুমার নন্দী (খোকন), মোহাম্মদ নজরুল ইসলাম। শিক্ষক প্রতিনিধিরা হচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ছমি উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ রুহুল কাদের ও অধ্যাপিকা আয়েশা জোবাইরা।
উল্লেখ্য বিগত মেয়াদে নুরুল আবছার চৌধুরী কলেজকে স্নাতক পর্যায়ে উন্নীতকরণ, অবকাঠামোগত উন্নয়নসহ নানাবিধ হিতকর কর্মকান্ডে প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা নব নির্বাচিত গভর্নিং বডিসহ সভাপতি মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন। কলেজের সার্বিক উন্নয়নে তাঁর অনন্য অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো পড়ুন