শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১২:৩৪ পূর্বাহ্ন শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
মোহাম্মদ ইলিয়াছ, সাতকানিয়া
বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ার উল আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম মডেল। বাঙালি জাতি হিসেবে আমরা মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকলে মিলেমিশে বসবাস করে আসছি। এই সম্প্রীতি অবশ্যই বজায় রাখতে হবে। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে তাদেরকে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিহত করতে হবে। তিনি সোমবার বিকেলে শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে সনাতনী নেতৃবৃন্দের সাথে সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সাতকানিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী তারেক হোছাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটি চট্টগ্রাম জেলার ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব দাশ, সাতকানিয়া উপজেলার আহবায়ক রাজীব কুমার ধর,যুগ্ন আহবায়ক সৈকত পালিত, সুজন দাশ নয়ন ও সদস্য সচিব রাজিব নন্দীসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও জামায়াতের পক্ষ থেকে সাতকানিয়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানার সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর এম ওয়াজেদ আলী, কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম, যুব নেতা জাহেদ হেসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।