বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:৩৬ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২২শত পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
২৩ জুন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাসী চালিয়ে এই ইয়াবা উদ্ধার ও তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, কক্সবাজার সদর এলাকার আবুল কালামের পুত্র মোঃ জাহিদ হোসেন(২৪)।
আব্দুশ শুক্কুরের পুত্র শাহারিয়াজ (২০) ও টেকনাফের মোঃ ইসমাইল প্রকাশ বাদশার পুত্র মোহাম্মদ রাসেল (২৩)।
এর মধ্যে মোঃ জাহিদ হোসেন(২৪) ও শাহারিয়াজ (২০) কে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের ঠাকুরদিঘী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ শত পিস ইয়াবা। আর রাসেলকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় একই সড়কের কেরানীহাটের অদুরে খুনি বটতল এলাকা থেকে। ধৃতদের বিরোদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।