বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সাংসদ প্রফেসর ড.নদভীর সাথে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রকাশিত : ৮:৫৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০মার্চ রাত ৮টার দিকে চট্টগ্রামস্হ নদভী প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী , সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিনহাজ মিজবাহ উদ্দিন, প্রেস ক্লাব কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুুহাম্মদ ইলিয়াছ, মাওলানা আবদুল জব্বার ফিরোজ, মুুহাম্মদ আরিফুল ইসলাম রিফাত, মনির আহমদ আজাদ।

লোহাগাড়ার প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সবসময় যেকোন প্রয়োজনীয় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন