বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাংসদ প্রফেসর ড.নদভীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

প্রকাশিত : ৫:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মহাজন বাড়ী সংলগ্ন সেন পাড়া এলাকায় সম্প্রতি আগুনে পুড়ে ৩বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ৩ পরিবার খুব বেশী অসহায়।সবকিছু পুড়ে যাওয়ায় তাদের সহায় সম্বল বলতে কিছুই নেই।

তাদের কথা চিন্তা করে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ,উন্নয়নের সফল কান্ডারী, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাংসদ ড.নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর পক্ষ থেকে ৮ ডিসেম্বর দুপুরে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

উক্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ বিতরণ করেন কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা সালাহ উদ্দিন সিকদার।

আরো পড়ুন