বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সাংবাদিক বাবরের মায়ের ইন্তেকালঃ দাফন সম্পন্নঃ শোক

প্রকাশিত : ১:৩৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

এনটিভি ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সাতকানিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবরের মা আছিয়া খাতুন শনিবার দুপুর দেড়টার সময় বার্ধক্য জনিত কারনেইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।ঐদিন রাত সাড়ে আটটার সময় নানু পুকুর শাহী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাত দশটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাসহ হাজারো মানুষ অংশ নেন।
এদিকে সাংবাদিক বাবরের মায়ের মৃত্যুতে কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি,কেরানি হাট ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন,কেরানি হাট মা-শিশু জেনারেল হাসপাতাল,আশশেফা স্কুল এন্ড কলেজ,কেওচিয়া ইউনিয়ন পরিষদ,কেরানি হাট প্রিন্টিং বিজনেস অ্যাসোসিয়েশন, কেরানি হাট ছাত্র যুব ঐক্য পরিষদ,হযরত বকসু ফকির (রঃ) সিএনজি ফোরস্টক মালিক সমিতি,হযরত কালু শাহ সিএনজি অটোরিকশা চালক সমিতি,আনোয়ারা সাংবাদিক সমিতি,সাতকানিয়া প্রেসক্লাব,সাতকানিয়া সাংবাদিক ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন