বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সম্প্রীতির জন্য সামাজিক আন্দোলত গড়ে তুলতে হবেঃইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ৬:০৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,লোহাগাড়া থানার এসআই সত্যজিত, কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ,চরম্বা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন চুনতি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুুহাম্মদ ইয়াছিন মাঝি, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি ফোরামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না দেবী, লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর, লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

সভায় অন্যানাদের মধ্যে উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তা জেবুন্নেছা, উপজেলা শিক্ষা অফিসার মুুহাম্মদ আকরাম হোসেন,চুনতি ইউপির সচিব বিকাশ কান্তি বড়ুয়া, ইউপি সদস্য মুুহাম্মদ ওসমান, এরশাদুজ্জামান চৌধুরী, মুুহাম্মদ বশির উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন,নিজ নিজ এলাকায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সকলকে কাজ করতে হবে । সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে কাজ করতে বলা হয়।কোন ভাবে সামাজিক সম্প্রীতি বিনষ্ঠ করা যাবেনা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হয়। ।আপনারা আপনাদের দায়িত্ব পালনে সচেতন থাকুন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

সামাজিক-সম্প্রীতির সভায় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদের ইমাম, ধর্মীয় নেতা সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন