শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৪৯ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ৭ দিন পার হয়ে গেলেও এখনো ইস্ট লন্ডন হাসপাতালের হিমাগারে বাংলাদেশি ব্যবাসায়ী কামাল আহামদ ভুট্টোর লাশ পড়ে আছে।
মৃত্যুর একদিন পর লাশের পোস্ট মর্টেম হওয়ার নিয়ম থাকলেও কামাল আহামদের নিকট কোন আত্নীয় স্বজন লাশের খোঁজ খবর না নেয়ার কারণে ৭ দিন ধরে হাসপাতালের হিমাগারে লাশটি পড়ে আছে।
১৮ তারিখ রাতে কামালের মৃত্যু হলেও লাশের কোনো নিকট আত্মীয় স্বজন তদারকি না করায় নিয়ম অনুযায়ী লাশের পোস্ট মর্টেম হয়নি।
এদিকে কামাল আহামদ ভুট্টোর অসংখ্য চাচাতো ও জ্যাঠাতো ভাই থাকলেও তারা এ ব্যাপারে কোনো উদ্যেগ নিচ্ছেনা।
অপরদিকে, নিহত কামাল আহামদ ভুট্টোর বাড়িতে আত্নীয় স্বজনের মধ্যে শোকের মাতম চলছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসের ২৩ তারিখ ইস্টার্ন ক্যাপের স্টেকস্প্রীরিট এলাকায় কামাল নিজ দোকানে ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত কামাল আহমেদ ভুট্টো ফেনী জেলার সোনাগাজীর পশ্চিম দরবেশের আব্দুস সোবহানের পুত্র। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।