বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সকলের সহযোগীতা ও দোয়া চাইঃ জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ,সুরাইয়া খানম

প্রকাশিত : ২:৪৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সুত্রে প্রকাশ।
তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ,নির্বাচনে সকলের দোয়া, সহযোগীতা চেয়েছেন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম।

সুরাইয়া খানমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার দর্জি পাড়ায়। তার স্বামী একজন পরিচ্ছন্ন ও তরুণ রাজনীতিবিদ। সুরাইয়া খানম লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সফল সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সহধর্মীনি।

তিনি ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও মেম্বার,মহিলা মেম্বারদের মাথে মতবিনিময় সভা করেছেন। এতে তিনি বেশ সাড়াও পাচ্ছেন।
এলাকার উন্নয়নে এবং নারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছি। আমি অনেক আশাবাদি, আগামী নির্বাচনে আমাকে সকল চেয়ারম্যান ও সকল মেম্বারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন বলে দৃঢ় প্রত্যয় করছি।

সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম সকলের কাছে দোয়া,সহযোগীতা কামনা করেছেন।

আরো পড়ুন