বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:২৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সফল সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ট্রাক ও কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি, শ্রমিকদের প্রিয় মানুষ মুহাম্মদ নুরুল হক নুনুর নিজস্ব অর্থায়নে লোহাগাড়ায় শতাধিক অসহায় দুঃস্হ ও হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭এপ্রিয় বেলা ৩টার দিকে লোহাগাড়া সদরের পুরাতন থানাস্হ সংগঠনের কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সফল সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ট্রাক ও কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি, শ্রমিক নেতা মুহাম্মদ নুরুল হক নুনু।
এসময় যুবলীগ নেতা ও ব্যবসায়ী মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান ছোবাহাসহ শ্রমিক সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।