সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

শেষ দিনে দেড় লাখ মানুষের তাবারুক তৈরীতে ব্যস্থ রন্ধনশালা

প্রকাশিত : ৩:৩৫ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে
মুসলমানদের ইমানী শক্তিকে বলিয়ান ও রাসূলুল্লাহ (সঃ) এর জীবন কর্ম প্রচারের মাধ্যমে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে ধাবিত করার মহান উদ্যেশে ১৯৭২ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর মহান আধ্যাত্মিক সাধক আশেকে রাসূল (সঃ) হিসেবে খ্যাত হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ (শাহ ছাহেব কেবলা) (রাঃ) বিশ্বের একমাত্র ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলে ৫১ তম আসরের সমাপনী দিবসে আগ¦ত প্রায় দেড় লাখ মানুষের তাবারুক (খাবার) রান্না করতে ব্যস্থতার শেষ নেই বাবুর্চিদের। চুনতী ইউনিয়নের বেশ কয়েক সমাজের পক্ষ থেকে বার্বুচিরা নিজ উদ্যেগে বিনা পারিশ্রমিকে এখানে রুটিন করে রান্না করে থাকেন। শেষ দিনে নেই কোন রুটিন ।বার্বুচিদের সব দল একত্রিত হয়ে দেড় লাখ মানুষের খাবার রান্না করতে ব্যস্থ সময় পার করছেন তারা। দুপুরেও আপ্যায়িত করা হয়েছে প্রায় ৬০ হাজার মানুষকে। এমনটিই জানালেন হযরত শাহ ছাহেব কেবলার দোহিত্র ও মাহফিল আয়োজক কমিটির কর্ণধার হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। জানা যায়, রাত ৩ টা পর্যন্ত চলবে রন্ধন কার্যক্রম। রান্নার মধ্যে রয়েছে গরু গোস্ত, চনার ডাল, নলার ঝুল আর সিদ্ধ চালের ভাত।

আরো পড়ুন