বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় আলোচানা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

প্রকাশিত : ৩:১১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়াঙ্গনের ধুমকেতু বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচানা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫আগস্ট সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (রু. দা.) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা রফিক দিদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন