বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৫৪ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউপির চেয়ারম্যান, আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।
২৫ জানুয়ারী সকালে ঢাকাস্থ বনানীর বাসায় এ সৌজন্য সাক্ষাত করেন।
আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,শিক্ষা উপ-মন্ত্রী নওফেল স্যারের সাথে বনানীর বাসায় সাক্ষাৎ করেছি। দীর্ঘক্ষণ আলোচনায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট খুব দ্রুত চালু করার বিষয়ে আশ্বাস দেন। কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় মন্ত্রী নওফেল এমপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মহোদয়, সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় এবং বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সাহেব মহোদয়ের প্রতি।