বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

শিক্ষার মশাল ছড়িয়ে দিতে দুর্গম জনপথে আলো ছড়াচ্ছে“পুটিবিলা স্টুডেন্ট কেয়ার ইন্সটিটিউট”

প্রকাশিত : ৬:১২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শিক্ষার আলো ছড়াতে নির্মিত হচ্ছে “পুটিবিলা স্টুডেন্ট কেয়ার ইন্সটিটিউট” নামে একটি কিন্ডারগার্টেন স্কুল। এলাকার কিছু স্বপ্নবাজ যুবকের উদ্যোগে এ স্কুলটি নির্মাণ হচ্ছে। এতে করে পাল্টে যাবে এলাকার শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মানোন্নয়ন।
গ্রামীণ জনপথে শিক্ষার মশাল ছড়িয়ে ছিড়িয়ে দিতে এলাকার স্বপ্নরাজ যুবকদের সাথে নিয়ে  এ স্কুলের প্রতিষ্ঠা করেছেন এলাকার বাসিন্দা আবু হানিফ।

তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা খাতকে প্রসারিত করতে এমন মহৎ উদ্যোগটি নিয়েছেন যা পুরো এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবু হানিফ
জানান, আমাদের এলাকায় গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে। পরবর্তী সময়ে এলাকার কিছু সচেতন মহলের উদ্যােগে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্টিত করা হয়। তা কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়৷ আরো কোন স্কুল প্রতিষ্ঠিত হয়নি।এই শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞানের আলোতে এলাকার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার বিশেষ অবদান রাখতে সক্ষম।

সরেজমিন গিয়ে জানা যায়, এ এলাকাটি অনেক জনগুরুত্বপুর্ণ তবে, শিক্ষার খাতে একটু অবহেলিত। স্কুলের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এ স্কুলকে তারা নতুন উদ্যমে সাজাতে চান। এলাকার ৭নং ওয়ার্ডে স্কুল হলেও মুলত তা ৮নং ওয়ার্ডের সীমানা ঘেষা এবং পশ্চিমে ভেল্লা বর পাড়া, লাকড়ি পাড়া, পেড়ানি বর পাড়া, পশ্চিমে নতুন পাড়া , সোনাইর বর পাড়া, ভুইত্তার বর পাড়া, বকসু বর পাড়া, নিছার বর পাড়া, আফিয়ার বর পাড়াসহ পুরো এলাকা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্টান বিহীন। গত কয়েকবছর ধরে আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করতে চেষ্টা করা হলেও তা জায়গার অভাবে করা যায়নি। এখন “পুটিবিলা স্টুডেন্ট কেয়ার ইন্সটিটিউট” নামে একটি কিন্ডারগার্টেন স্কুল করায় খুশী এলাকার মানুষ।

স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, নিজস্ব জায়গায় কোলাহল পরিবেশে, চারদিকে সবুজে ঘেরা। শিক্ষা দীক্ষায় অবহেলিত আমাদের আজো পড়া গায়ে একটি শিক্ষা প্রতিষ্টান। আমাদের ছেলে সন্তানেরা এখান থেকে সুন্দর ও মানসম্মত শিক্ষাগ্রহণ করতে পারবে। আমরা এ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় অনেক খুশী।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, সরকারের শিক্ষা নীতিতে ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচী থাকলেও তা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা সুন্দর উদ্যোগ।

তিনি আরো বলেন, এলাকায় শিক্ষিত জাতি গঠনে তারা যেভাবে সহায়তা করছেন তা অত্যন্ত প্রসংশনীয়। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আমার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান

আরো পড়ুন