রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে লোহাগাড়ার ইউএনও`র ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত : ১:৩৩ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রশ্নোত্তরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার  বিকাশ ঘটাতে লোহাগাড়ার ইউএনও এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তাও আবার লোহাগাড়ায় তিনিই প্রথম এমন উদ্যোগ নিয়েছেন।

৩ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেণা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ এয়াকুব,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলমসহ বিদ্যালয়ে অন্যান্য প্রধান শিক্ষকগণ,অভিভাবক অভিভাবিকা ও সাংবাদিকবৃন্দরা।

 

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এবারের এসএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমি উপস্থিত শিক্ষার্থীদেরকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। তাৎক্ষণিকভাবে যারা সঠিক উত্তর দিতে পেরেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে বলে আমি কথা দিয়েছিলাম৷ আজকে আটজন শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দিতে পেরেছি। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীকে ভারতের খ্যাতিমান লেখক শিব খেরা এর ‘ইউ ক্যান উইন’ এর বাংলা অনুবাদ ‘তুমিও জিতবে’ বইটি এবং নগদ পাঁচশত টাকা প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যকার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং প্রকৃত পড়াশোনায় তাদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই আমার এই উদ্যোগ। এতে করে পড়াশুনায় তারা আরও বেশি মনোযোগী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তাদেরকে আমরাই পথ দেখাতে হবে, উৎসাহ দিতে হবে, সঠিক দিক-নির্দেশনা দিতে হবে। তবে তারা সুশিক্ষা অর্জনের পাশাপাশি উন্নত ভবিষ্যৎ গঠন করতে পারবে। ভবিষ্যতে এধরণের আরও অনেক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। আশা করি, শিক্ষার্থী ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে সেগুলো ব্যাপক ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির বলেন, এ ধরণের উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। অতীতে এরকম আমরা দেখিনি। এতে শিক্ষার্থীদের মন অনেক বেশি পুলকিত হয়েছে। তারা পড়াশুনায় অনেক বেশি উৎসাহ পাবে। এতে করে এই উপজেলার সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এধরণের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

বিজয়ী শিক্ষার্থীরা এই পুরস্কার পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তারা জানান, আমরা ভাবতেও পারিনি স্যার আমাদেরকে এভাবে পুরস্কৃত করবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান।

উল্লেখ্য, বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ছাত্রী, ৩জন ছাত্র কে পুরুষ্কৃত করা হয়।

আরো পড়ুন