বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবেঃ রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশিত : ৬:০১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে খুব ভালবাসতেন,তাই আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ,তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে মাঠে বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত আলোচনা সভা ও বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

তিনি বলেন,জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকীতে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দীর্ঘ ১৪ বছরের একটানা শাসনামলে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে।

রিজিয়া রেজা চৌধুরী আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের ভাগ্য অনেক ভাল, একজন স্কলার, দক্ষ জনপ্রতিনিধি পেয়েছেন,দীর্ঘ ৯ বছর ধরে আপনাদের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন মাননীয় এমপি মহোদয়। লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হয়েছে, তবে এ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শীঘ্রই মাননীয় এমপি মহোদয় একটি নতুন ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তাৎক্ষণিক বিদ্যালয়ের ইংরেজী চর্চা বাড়ানোর জন্য ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। মাননীয় এমপি মহোদয় আপনাদের পাশে আছেন, আগামীতেই পাশে থাকবেন। সাতকানিয়া-লোহাগাড়া একটি শান্তির জনপথ। মাননীয় এমপি মহোদয় জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ নব নির্বাচিত সদস্য, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহি উদ্দিন , বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট আবু তাহের, মোঃ নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি আবুল হোসেন, দুবাই স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিটন বিশ্বাস।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে দুরদুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর, জোটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাবেক ছাত্রনেতা শোয়াইবুল হক সিকদার, নারীনেত্রী নারগিস আকতার মুন্নী, পদুয়া ইউপির মহিলা মেম্বার কাউছার জান্নাত, মনোয়ারা বেগম, ছদাহা ইউপির মহিলা মেম্বার হামিদা বেগম, সুলেখা বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন