মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

শিক্ষার্থীদের জন্য ‘উইনার্স ব্যাগ’ এর প্রবর্তন করলো লোহাগাড়ার ইউএনও

প্রকাশিত : ২:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে সূচনা হলো ‘উইনার্স ব্যাগ’ এর। উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এই ব্যাগ বা পুরস্কারের প্রবর্তন করেছেন।
পুরস্কার হিসেবে প্রতিটি ব্যাগে বিভিন্ন শিক্ষা উপকরণ ও একটি বই দেওয়া হয়েছে। শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে তাঁর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ তিনি নতুন করে বিজয়ী শিক্ষার্থীদেরকে এই পুরস্কার প্রদান করেন।

১৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির পাঁচজন শিক্ষার্থী পেলেন আকর্ষণীয় পুরস্কারের এই ব্যাগ।

বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছামাউল মিম ও আসমাউল হুসনা তামান্না সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইরাম, সালমা ও রাহিল। ‘উইনার্স ব্যাগ’ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, আমরা অত্যন্ত খুশি। কারণ আমরা আজকে বিজয়ী হয়েছি। ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ স্যারের অসাধারণ একটি উদ্যোগ। এর মাধ্যমে আমাদের অনেক উন্নতি হচ্ছে। স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম বলেন, স্যারের প্রতিটি উদ্যোগই অত্যন্ত প্রশংসনীয়। স্যার আজকে ‘উইনার্স ব্যাগ’ প্রদানের মাধ্যমে আরেকটি চমক সৃষ্টি করলেন। শিক্ষাখাতে একের পর এক স্যারের অসাধারণ ও ভালো কাজের সাক্ষী হতে পেরে আমি খুবই আনন্দিত। স্যারকে অশেষ ধন্যবাদ। আমার শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাই।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, শিক্ষা নিয়ে কাজ করাটা আমার ব্যাপক আগ্রহ ও আবেগের সাথে জড়িত। আমি শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই এর ফল পাওয়া শুরু করেছি। আগামীতে আরও অনেক উন্নতির স্বপ্ন দেখছি। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজ প্রবর্তন করেছি ‘উইনার্স ব্যাগ’। বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। তাদের অসাধারণ পারফরম্যান্স এ আমি মুগ্ধ। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদেরকে ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশুনার বিষয়ে খোঁজখবর নেওয়া, স্বল্প সময়ের ক্লাস গ্রহণ ও কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়।

এসময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার লোকমান হাকিম,লোহাগাড়া প্রেস ক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুস্পেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন সহ অন্যানারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন