বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

শিক্ষার্থীদেরকে সুন্দর পড়ালেখার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হবেঃ বিজয় কুমার বড়ুয়া

প্রকাশিত : ৮:১৭ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

প্রত্যেক শিক্ষার্থীদের জ্ঞানের আলোতে নিজেকে বিকশিত করে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে হবে মন্তব্যে করেছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

১৬ আগস্ট সকালে উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা’র আলীম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো তুলে ধরেন।

চেয়ারম্যান বিজয় কুমার বড়ুৃয়া বলেন,লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন।সময় খুবই মূল্যবান, অযথা সময় নষ্ট করার মত সময় এখন নেই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করবে, সে তত বেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

তিনি আরও বলেছেন,বর্তমান যুগ তথ্য নির্ভর, এ যুদ্ধে অবতীর্ণ হতে হলে সঠিক তথ্য ও জ্ঞান আহরণে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি পিতা–মাতা ও শিক্ষকের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান নিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আগামীতে আরও এগিয়ে যাবে
তিনি আরও বলেছেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সুন্দর পড়ালেখার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে মাদ্রাসার সুনামের ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের ওপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তারা সুশিক্ষিত হয়ে উঠলে জাতি উন্নত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

দোয়া মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ, স্থানীয় ইউপি সদস্য,শিক্ষানুরাগী সদস্য, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যাবৃন্দ, সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন