রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:১৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,ঃ
লোহাগাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
৩০ অক্টোবর (রোববার) সকালে পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলার সদরের নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । তিনি বিদ্যালয়ের ৩য় এবং ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ৩০ মিনিটের মতো ক্লাস নেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন অজানা বিষয়ে জানতে ও শিখতে পারে ক্ষণিকের এই শিক্ষকের কাছে। জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু দিক-নির্দেশনাও পেয়েছে তারা। তিনি নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে খোঁজ-খবর নেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান নজুমুন্নিছা সরকারি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।
এসিল্যান্ডের ক্লাস করতে পেরে মুহাখুশী শিক্ষার্থীরা।
এ সময় লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য মুুহাম্মদ আবদুল মন্নানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে শুনে অনুধাবন ও অনুকরণ করতে হবে। তোমরাই আগামী দিনের উজ্জল নক্ষত্র। তোমাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। প্রতিদিন ক্লাসের পাঠ্য বইয়ের কাজ দিনেই শেষ করতে হবে। রাষ্ট্র ও সমাজ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে।তোমরাই আগামী দিনে এক একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে। তোমরাই আগামী দিনের সুন্দর- সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ বিনির্মাণ করার কারিগর হবে। তোমাদেরকেই আগামীর উন্নত বাংলাদেশ পরিচালনা করতে হবে।