বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৩৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া অাসনের সাংসদ প্রফেসর ড.অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন,
শান্তির জনপথে পরিণত হয়েছে সাতকানিয়া লোহাগাড়ায়। আওয়ামীলীগ সরকার এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তাই বর্তমান সরকারের উন্নয়নবার্তা বেশী বেশী করে প্রচার করতে হবে। তিনি অারো বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় গত ৬ বছরের উন্নয়নের তালিকা অনেক লম্বা। অাগামী ৬ মাসের মধ্যে বাকী উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে । লোহাগাড়া-সাতকানিয়ায় সম্প্রতি ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। যাহা সারা বাংলাদেশে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে অনেক মেগাপ্রকল্প হাতে নিয়েছে । অাগামী ১ বছরের মধ্যে পদ্মাসেতু উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদের কাজ চলমান রয়েছে। যাহা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করতে পারেনি।
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন অাওয়ামী লীগের কর্মী সমাবেশ গত ১৬ নভেম্বর বিকেলে চরম্বা জামেউল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
চরম্বা ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো:অাসহাব উদ্দীনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,পদুয়া ইউপির সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট হুমায়ন কবির রাসেল ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল অালম,লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, দক্ষিণ জেলা যুবলীগেব সদস্য নুরুল অালম জিকু, লোহাগাড়া উপজেলা অাওয়ামী যুবলীগের অাহবায়ক মো:জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: সাইফুল অালম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজাহিদ বিন অালম কাইছার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান,মোরশেদুল আলম নিবিল, আওয়ামীলীগ নেতা বিমল কিশোর চৌধুরী,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের সদস্য বাদশা খালেদ, শফিউল অাজম শহিদ,সাংসদের সহকারী একান্ত সচিব সাবেক ছাত্রনেতা এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ প্রমুখ।
কর্মী সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী অাব্দুল জব্বার,চরম্বা ইউপি সদস্য জয়নাল অাবেদীন, যুবলীগনেতা খানে অালম, অাদেল চৌধুরী, মো:অাইয়ুব অালী, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা শাখার সভাপতি নাজিম উদ্দিন নজির,সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মো: সোলাইমান,আওয়ামীলীগ নেতা এমদাদসহ কৃষকলীগ,তাঁতীলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দসহ হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন