বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:০৯ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতির প্রায়ত সদস্য পুটিবিলা এম.চর হাট এলাকার আবুল কাশেমের পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রয়াতের স্ত্রীর হাতে এ সহায়তা তুলেন লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতির উপদেষ্টা ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল।
এ সময় উপস্থিত ছিলেন সিএনজি চালক কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রাসেল ও স্টেশন লিডার আকতার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি সনের ২৫ আগস্ট লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতির সদস্য আবুল কাশেম (৪৫) হৃদরোগে আক্রান্ত মারা গেছেন। সিএনজি চালক ও সমিতির যৌথ উদ্যোগে প্রায়তের পরিবারের কাছে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।