বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৪১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউপি সচিব ও বাপসা লোহাগাড়া শাখার সভাপতি উকিল আহমদের বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত সচিব জন মোঃ মহিউদ্দীন এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে শনিবার বাপসা লোহাগাড়া শাখার অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপসা চট্টগ্রাম জেলার সভাপতি ফরিদ আহমদ চৌধুরী।
বাপসা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ও পদুয়া ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপসা চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবদুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মইনুল হোসেন, বাপসা সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি দীপক তালুকদার,সাবেক সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, চন্দনাইশ উপজেলা বাপসা সাধারণ সম্পাদক দিদারুল হক।
অনুষ্ঠানে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ উপস্থিত ছিলেন।