শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির উদ্যোগে গণটিকার কার্যক্রম

প্রকাশিত : ৯:২১ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রামের লোহাগাড়া বটতলি শহর উন্নয়ন কমিটির উদ্যোগে করোনার গণটিকার প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকালে লোহাগাড়া বটতলি শহর উন্নয়ন কমিটির কার্যালয়ে এ টিকার কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছাফা চৌধুরী, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ শাহাজাহান, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমান মিজান, সদস্য আকতার হোসেন, মো.সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন, মো. নাজিম উদ্দীন ও মো. হেলাল উদ্দিন প্রমূখ।

লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছাফা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায়  যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ শাহাজাহান, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমান মিজানের সার্বিক তত্বাবধানে দিন ব্যাপী করোনার টিকা প্রদান করা হয়েছে।

ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ লোকজন শত:স্ফুর্ত ভাবে লাইনে দাঁড়িয়ে দিন ব্যাপী করোনার টিকা গ্রহন করেছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও সিএসসিপির সদস্যরা এ টিকা প্রদান করেন।

আরো পড়ুন