বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:০৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া সদরের মজিদের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল কাইয়ুম।
তাকে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ সেলিম উদ্দিন নিশ্চিত করেছেন।
নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবদুল কাইয়ুম জানান, বিদ্যালয় টি আমার বাড়ির পাশে। আমি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো। এজন্য সকলের সহযোগীতা আন্তরিকতা প্রয়োজন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল কাইয়ুম কে লোহাগাড়া মজিদের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।