শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সাথে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের মতবিনিময় সভা

প্রকাশিত : ৯:২৮ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

হাসপাতাল মালিকদের প্রাণের সংগঠন লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাথে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের স্বাস্হ্য সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলা বটতলী মোটর স্টেশনস্হ লোহাগাড়া জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের মার্কেটিং বিভাগের প্রধান, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ এয়াকুব হোসেন।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সেক্রেটারি, লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।

লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ কাসেম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ,পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম,লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক মুহাম্মদ শাহাব উদ্দিন, লোহাগাড়া মা`শিশু হাসপাতালের পরিচালক আকতার উদ্দিন, লোহাগাড়া রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হসপিটাল এসোসিয়েশনের অর্থ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,লোহাগাড়া মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চনসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক ও কর্মকর্তাবৃন্দরা।

চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, আমরা সেবা দেয়ার জন্য পার্কভিউ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি, ব্যবসায় করার জন্য নয়। আমাদের প্রথম কাজ মানবসেবা। লোহাগাড়া থেকে আগত রোগীদের জন্য আমাদের হাসপাতালে আলাদাভাবে ডিসকাউন্টের ব্যবস্হা থাকবে। আমরা সবসময় রোগীদের ছাড় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। লোহাগাড়া প্রাইভেট হাসপাতালের সাথে আমাদের হাসপাতালের সম্পর্ক এক ও অভিন্ন।

লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সেক্রটারী, লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল জানান, লোহাগাড়ার প্রাইভেট হাসপাতালগুলো করোনাকালীন সময়ে কঠিন মুহুর্তে রোগীদের কে সেবা দিয়েছেন। আমরা সিরিয়াস রোগীদেরকে ফেরত দিইনি। কারণ হাসপাতাল এসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কঠোরভাবে সকল হাসপাতাল কর্তৃপক্ষ কে নির্দেশনা প্রদান করেছি। ইউএনও স্যার, ডাঃ হানিফ স্যারের নির্দেশে আমরা প্রাইভেট হাসপাতাল গুলোর কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠান শেষে পার্কভিউ হাসপাতাল সেবা খাতে বিশেষ অবদান রাখায় হাসপাতালের এমডি ডাঃ এটিএম রেজাউল করিমকে লোহাগাড়া ডায়াবেটিস হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল সহ অন্যান্যরা।

আরো পড়ুন