বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

লোহাগাড়া থানায় নতুন ওসি হিসেবে মোঃ আতিকুর রহমানের যোগদান

প্রকাশিত : ৪:১৮ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রামের লোহাগাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আতিকুর রহমান।

১৫ জানুয়ারী চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে রাতে লোহাগাড়া থানায় যোগদান করেন।

নতুন ওসি মুহাম্মদ আতিকুর রহমান লোহাগাড়া থানায় আগমন করলে থানার বিদায়ী ওসি জাকের হোসাইন মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামানসহ থানার সকল পুলিশ কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানান।

 

তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর পরে তিনি চট্টগ্রাম জেলার ডিএসবির ওসিসহ, জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

তার দেশের বাড়ি কুমিল্লা জেলায় চৌদ্দগ্রাম উপজেলায়।

এ বিষয়ে লোহাগাড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, লোহাগাড়া থানায় যোগদানের পর সর্বপ্রথম সাধারণ জনগণের নিকট নিজেকে একজন আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। সকলের দোয়ায় আইনশৃঙ্খলা উন্নতির মধ্য দিয়ে লোহাগাড়া কে একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

নবাগত ওসি মুুহাম্মদ আতিকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ব বিভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং তিনি তিন সন্তানের জনক।

আরো পড়ুন