রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:১৮ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
বদলিজনিত কারণে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।
শুক্রবার ( ১১ জুন) রাতে থানার একটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কর্মরত সময়ের বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক দক্ষতার বিষয় তুলে ধরেন আমন্ত্রিত পুলিশ কর্মকর্তারা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যস চাকমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ(টিআই) ইন্সপেক্টর স্নেহহাংশু বিকাশ সরকার, চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাফিকুল ইসলাম জামান, লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া,লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলামসহ থানার কর্মরত সকল অফিসার বৃন্দ।
আলোচনা পর্বের পরে বিদায়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামকে ফুলের শুভেচ্ছাসহ থানা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়।