বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

লোহাগাড়া থানার ওসিকে কলাউজান লক্ষনেরখীল স্বদ্ধর্ম রত্নাংকুর বিহারের পক্ষে সম্মাননা স্বারক প্রদান

প্রকাশিত : ২:৫৭ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পুর্ব কলাউজান লক্ষনেরখীল স্বদ্ধর্ম রত্নাংকুর বিহারে গত ১২ নভেম্বর কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করা হয়েছিল।

ওইদিন অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিল লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ।

ওসি জাকেরের ব্যস্ততার কারণে প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারায়

আজ ৭ ডিসেম্বর রাত ৮টার দিকে অফিসার ইনচার্জ কার্যালয়ে পুর্ব কলাউজান লক্ষনেরখীল স্বদ্ধর্ম রত্নাংকুর বিহারের পক্ষ থেকে ওসি জাকের হোসাইন মাহমুদ কে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সম্মাননা স্বারক প্রদান করেন বিহারের সাধারণ সম্পাদক,উপজে্লা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক, উজ্জীবনের পরিচালক বাবু তুষার কান্তি বড়ুয়া।

এসময় লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার , বড়ুয়া পাড়ার টিপু বড়ুয়া উপস্হিত ছিলেন।

আরো পড়ুন