মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৩২ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সম্পাদক সরওয়ার কোম্পানী,
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রিকফিল্ড মালিক সমিতির নতুন করে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ১৯ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টায় আমিরাবাদ রাজঘাটাস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে একটি সাধারণ সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়েছে।
সভায় উপস্থিত সবার সম্মতিতে শাহাব উদ্দিন চৌধুরীকে পুনরায় সভাপতি, নুরুল আলম কোম্পানিকে সহ- সভাপতি এবং ছরওয়ার কোম্পানিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা করা হয় ।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোলতান আহমদ বাদশা।
বিশেষ অতিথি ছিলেন অাধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন জনসহ, উপজেলার সকল ব্রিকফিল্ডের মালিকরা উপস্থিত ছিলেন।