সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন শাহিন আকতার সানা

প্রকাশিত : ৩:০৬ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দিন যতই ঘনিয়ে আসছে, লোহাগাড়ায় চায়ের দোকানে চলছে নির্বাচনী হাওয়া। এলাকার মানুষ যোগ্য মানুষদের খুঁজছেন।আগামী লোহাগাড়া উপজেলা পরিষদ,নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বেন বলে শোনা যাচ্ছে শাহিন আকতার সানার নাম। তিনি একজন নারীনেত্রী ও দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে। শাহিন আকতার সানা লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখেছেন। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার সংলগ্ন আশারব পাড়া এলাকার মুুহাম্মদুল হকের সহধর্মীনি। তিনি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আকতার সানা জানান, দেখেন সাংবাদিক ভাই, রাজনীতি মানেই সমাজনীতি, রাজনীতি করি মানুষের কল্যাণে কিছু করার জন্য। এলাকার অবহেলিত নারীদের পাশে দাঁড়ানোর জন্য। এলাকার নারীদের অনেক সমর্থন, সহযোগীতা পাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে অবহেলিত নারীদের জন্য কিছু করতে পারবো। তাই লোহাগাড়ার মানু্ষ আগামী নির্বাচনে আগামী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আকতার সানা সকলের কাছে দোআ,সহযোগীতা ও ভালবাসা কামনা করেছেন।

আরো পড়ুন