বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত : ৮:৪৮ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের পর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম ইব্রাহিম কবিরের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন মেম্বার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।

উল্লেখ্য-শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

শিঘ্রই সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরো পড়ুন